দেশ 

মোদীর ছবি সহ রেলের টিকিট ইস্যু করার দায়ে দুই কর্মীকে বরখাস্ত করল নির্বাচন কমিশন

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কমিশনের আপত্তি শর্তেও নির্বাচন চলাকালীন আরও এক বার রেলের টিকিটে মোদীর ছবি দেখা গেল। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি রেল স্টেশনে  মোদীর ছবি সহ টিকিট ক্রেতাকে দেওয়া হয়েছে । ষ্টেশন ম্যানেজারের সাফাই  ‘ভুল’ করে পুরোনো টিকিট  দেওয়া হয়েছে । ভুল স্বীকার করলেও, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগের দায়ে  ২ রেল কর্মীকে মোদীর-ছবি-সহ টিকিট ইস্যু করার অভিযোগে  বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

সংবাদ সংস্থা এএনআই-কে রেলের এডিএম জানান, গত ১৩ এপ্রিল ঘটনাটি ঘটে। কর্মীদের কাজের সময় পরিবর্তন হওয়ার পরই ভুল করে পুরনো টিকিট ইস্যু করা  হয়।  এর জেরে ২ জনকে বরখাস্ত করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত-ও। উল্লেখ্য, মোদীর সচিত্র ছবি সুদ্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞাপন দেখা যায় রেলের টিকিটে। নগরোন্নয়ন মন্ত্রকের তরফে ওই বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু ১০ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধিও।

Advertisement

সম্প্রতি রেলের টিকিটে মোদীর ছবি-সহ বিজ্ঞাপন প্রকাশ্যে আসায় তুমুল বিতর্ক তৈরি হয়। ১২০৪০ কাঠগোদাম এক্সপ্রেসে ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান ছাপানো কাপে চা পরিবেশন করে বিতর্কের মুখে পড়ে রেল। অভিযোগ পেয়ে তড়িঘড়ি সে সব কাপ পরিবেশনে ব্যান করে কমিশন। উল্লেখ্য, মোট সাত দফার লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 16 =