দেশ 

‘ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ ৬ শতাংশ করব , মহিলা সংরক্ষণের পক্ষেই কংগ্রেস , আমার মনে হয় পুরুষদের অপেক্ষা মহিলারা বেশি স্মার্ট’ কলেজ ছাত্রীদের সেমিনারে অভিমত রাহুলের

শেয়ার করুন
  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ু চেন্নাইয়ের স্টেলা ম্যারিস গার্লস কলেজের কয়েক হাজার ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই এক ছাত্রীকে বলেন , আমাকে স্যার বলবেন না , শুধু রাহুল বলুন ।

আর এতেই উপস্থিত ছাত্রীদের উষ্ণ অভিনন্দনে ভেসে যান রাহুল । এর পরেই দেশের সামাজিক রাজনৈতিক সমস্যার পাশাপাশি শিক্ষা ক্ষেত্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন রাহুল গান্ধী । এক ছাত্রীর প্রশ্নের উত্তরে রাহুল বলেন , ‘ভারত শিক্ষাক্ষেত্রে কম খরচের পথে হাঁটছে। আমাদের টার্গেট ৬ শতাংশ।এটা শুধু শিক্ষাখাতে খরচ নয়, শিক্ষার স্বাধীনতার দিকটাও দেখতে হবে।’রাহুলের দাবি, সমস্ত শিক্ষাক্ষেত্র এমন পড়ুয়া তৈরি করতে হবে যারা রাজনীতিবিদদের চ্যালেঞ্জ করতে পারেন।

Advertisement

মহিলা সংরক্ষণ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন , সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পক্ষে কংগ্রেস। পাশাপাশি রাহুলের দাবি,’ আমার মনে হয় পুরুষদের অপেক্ষা মহিলারা বেশি স্মার্ট।’ আর রাহুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে করতালিতে ফেটে পড়ে গোটা সভা।

 


শেয়ার করুন
  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × one =