দেশ 

“উচ্চশিক্ষা নিয়ে মোদীর নীতি সম্পর্কে কেউ কী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবার সুযোগ পেয়েছিলেন ? জোর করে দেশের মানুষের ওপর একটি আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে ” : রাহুল গান্ধী

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ু চেন্নাইয়ের স্টেলা ম্যারিস গার্লস কলেজের ছাত্রীদের সঙ্গে এক টক শোতে অংশ নিয়ে কংগ্রেস সভাপতি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নরেন্দ্র মোদী ও তার সরকারকে ফের আক্রমণ করেন । তিনি প্রশ্ন করেন উচ্চশিক্ষা নিয়ে মোদীর নীতি সম্পর্কে কেউ কী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবার সুযোগ পেয়েছিলেন?

মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদীজি কেন নিরব ? এদিন রাহুল গান্ধী দাবি করেন , কংগ্রেস যদি সরকারে আসে, তাহলে মহিলা সংরক্ষণ বিল পাশ করা হবে। যার ফলে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে মহিলাদের। তাঁর দাবি দেশের বিভিন্ন কাজে মহিলাদের আরও বেশি এগিয়ে আসা উচিত। নেতৃত্বের জন্য আরও বেশি মহিলাদের এগিয়ে আসা উচিত।
এদিনের বক্তব্যে রাহুল গান্ধী বলেন,জোর করে দেশের মানুষের ওপর একটি আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে  । সরকার ও প্রধানমন্ত্রীর মহিলা, ভিন্ন ভাষা , ভিন্ন সংস্কৃতি নিয়ে একটি বিশেষ ধরনের মানসিকতা রয়েছে।

Advertisement

এদিন কাশ্মীর ইস্যুতেও মোদীকে একহাত নেন রাহুল। তাঁর দাবি, মোদীর ভুল নীতির জন্যি কাশ্মীরের পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ। এছাড়াও, তাঁর দাবি জিএসটি ইস্যুতে জটিলতা কমাবার প্রয়োদজন। কংগ্রেস সরকার এলে জিএসটি ইস্যুতে সংস্কার আসবে।

নিজের বোনের স্বামী  রবার্ট বঢ়রা বিরুদ্ধে দূনীর্তি অভিযোগ সম্পর্কে এক ছাত্রী জানতে চাইলে  তিনি বলেন, কোনও অভিযোগ থাকলে তার তদন্ত হোক।

 


শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 4 =