দেশ 

স্বাধীনতার পর প্রথম পশ্চিমবাংলায় সাত দফায় লোকসভা নির্বাচন , কোথায় কবে হবে নির্বাচন জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

কলকাতা, ১০ মার্চ : স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচন সাত দফাতে হতে চলেছে । ২০১৪ সালে এই রাজ্যে ৫ দফায় ভোট হয়েছিল । কিন্ত এবার সাত দফায় ভোট হবে বলে আজ এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। দেখে নিন কোথায় কবে হবে নির্বাচন।

কোথায় কবে হবে নির্বাচন –

Advertisement

প্রথম দফা, ১১ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার
দ্বিতীয় দফা, ১৮ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, জলপাইগুড়ি
তৃতীয় দফা, ২৩ এপ্রিল  – মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ
চতুর্থ দফা, ২৯ এপ্রিল – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, দুর্গাপুর, বীরভূম
পঞ্চম দফা, ৬ মে – উলুবেড়িয়া, বনগাঁ, হুগলি, ব্যারাকপুর, শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া
ষষ্ঠ দফা, ১২ মে –  তমলুক, কাঁথি, ঘাটাল, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনিপুর, বিষ্ণুপুর
সপ্তম দফা, ১৯ মে – জয়নগর, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বসিরহাট, ডায়মন্ড হারবার, বারাসাত, যাদবপুর

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + 3 =