জেলা 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী শ্যামল সাঁতরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সমগ্র রাজ্যজুড়ে কালবৈশাখী ও বৃষ্টি দাপট চলছে । এর মধ্যে আগুনে পুড়ে ছাই ঘরবাড়ি মঙ্গলবার ভোররাতে বাঁকুড়ার কোতুলপুরের জয়রামবাটির মায়ের ঘাট সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত হয় চারটি বাড়ি। দমকল কেন্দ্রে খবর দেওয়ার আগেই সমস্ত কিছু হারিয়ে মাথায় হাত পরিবারের সদস্যদের।

সূত্রের খবর, দিন অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে, তখন গ্রামের প্রায় সকলেই ঘুমিয়েছিলেন। এই ঘটনা টের পেয়ে এলাকার মানুষ হাতের কাছে যা পেয়েছেন তা নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে।

Advertisement

আগুনের খবর পেয়েই এদিন সকালে এলাকায় যান বিধায়ক রাজ্যের মন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। কথা বলার সময় তিনি জানতে পারেন, অগ্নিকাণ্ডের জেরে সর্বস্বান্ত হওয়া মঞ্জু সাউয়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আগামী বৈশাখেই। কিন্তু বাড়িতে থাকা সমস্ত টাকাপয়সা অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় সেই বিয়ে কী ভাবে দেবেন ভেবে পাচ্ছেন না মঞ্ছু সাউ। এই খবর শোনার পর বিয়ের সমস্ত খরচ বহন করার আশ্বাস দেন শ্যামলবাবু।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + ten =