আন্তর্জাতিক 

মঙ্গলবারের বায়ুসেনার “সার্জিক্যাল স্ট্রাইক “-কে স্বাগত জানিয়ে চিনের প্রতিক্রিয়া “আমরা আশা করব, দুই দেশেই ‘সংযম’ দেখাবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার ভোরে ভারতীয় বায়ুসেনার হানাকে দেশের বিদেশ মন্ত্রকের তরফে ‘সন্ত্রাসবাদ দমনে অসামারিক অভিযান’ হিসাবেই বর্ণনা করা হয়েছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বস্তুতপক্ষে ভারতের পদক্ষেপকে ‘স্বাগত’ জানাল চিন!

এ দিন ভারতীয় বিদেশ মন্ত্রক সচিব বিজয়কেশব গোখলে বলেন, মঙ্গলবারের ঘটনাটি ছিল ‘নন-মিলিটারি প্রিএমটিভ অ্যাকশন’। অর্থাৎ, জঙ্গিকার্যকলাপের সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতেই ওই অসামরিক অভিযান হয়েছে। গোখলে বলেছেন, ভারতের সেনা গোয়ান্দাদের কাছে খবর ছিল পাকিস্তান ভারতের উপর হামলা চালাতে পারে। সেই সম্ভাব্য হামলা প্রতিরোধের উদ্দেশেই ভারতের এই সেনা অভিযান।

Advertisement

ভারতের তরফে এমন মন্তব্য পাওয়ার পর চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কং জানিয়েছেন, “ভারত এবং পাকিস্তান দক্ষিণ এশিয়ার দু’টি গুরুত্বপূর্ণ দেশ। এই দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে সহায়ক”। তিনি বলেন, “আমরা আশা করব, এই দুই দেশেই ‘সংযম’ দেখাবে এবং নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করবে

একই সঙ্গে লু সোমবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং য়াই এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির বৈঠকের কথা উল্লেখ করে বলেন, “অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে ভারত-পাকিস্তান উভয় দেশকেই একে অপরকে সহযোগিতা করতে হবে”।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + 12 =