দেশ 

মোদী হঠাও-র ডাক দিয়ে দিল্লিতে মমতা ; রাজ্যে কংগ্রেস-সিপিএমের বৈরিতা থাকলেও জাতীয় রাজনীতিতে একসঙ্গে লড়াই চান তৃণমূল নেত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজধানী দিল্লির বুকে মোদী হঠাও  আওয়াজ তুলতে বুধবার থেকে দুদিনের ধরনায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই দিল্লির দরবারে পৌঁছে গিয়েছেন মঙ্গলবারই।  তাঁর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে চন্দ্রবাবু নাইডুর ও অরবিন্দ কেজরিওয়ালের। চন্দ্রবাবুর অনশনের পর কেজরিওয়ালের ধরনাতেও ফের জোট চিত্র ফুটিয়ে তুলতে প্রত্যয়ী মমতা।

যন্তর-মন্তরে গণতন্ত্র বাঁচাও-এর ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সাফ জানালেন, কংগ্রেস-সিপিএম-এর সঙ্গে যে রাজনৈতিক লড়াই তা রাজ্যের মধ্যেই সীমিত থাকবে কিন্তু জাতীয় রাজনীতির আঙিনায় তারা কংগ্রেস ও সিপিএম-এর হাত ধরতেও তৈরি।
গণতন্ত্র বাঁচাও-এর মঞ্চে চন্দ্রবাবু নাইডু, বক্তব্য রাখতে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন-‘আমরা এখন ঘোর বিপদে, আমাদের দেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্র আজ বিপন্ন।’

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 10 =