দেশ 

সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় মোদীর ঘনিষ্ট সিবিআই অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শীর্ষ আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ট অফিসার বলে পরিচিত এক সিবিআই আধিকারিককে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে পড়তে হয়েছে । সম্প্রতি অলোক বর্মাকে সরিয়েসিবিআই এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল এম নাগেশ্বর রাওকে। আর এই সুযোগে সুপ্রিম কোর্টে নির্দেশে বিহারের এক শেল্টার হোম মামলার তদন্তকারী অফিসারকে বদলী করে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা মুখে পড়লেন সিনিয়র আইপিএস অফিসার এম নাগেশ্বর রাও ।

মঙ্গলবার তাঁকে  আদালত অবমাননায় সাজা দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট রাওকে এই বদলীর জন্য তাকে দোষী সাব্যস্ত করে ১ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এদিন রাওকে শাস্তি দিয়েছেন। তাঁর হয়ে সওয়াল করা অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালের আবেদন কড়া ভাষায় খারিজ করে দিয়েছেন।

Advertisement

এর আগে রাও আদালতের কাছে ক্ষমা চান। সিবিআই অফিসার একে শর্মাকে সরিয়ে দিয়েছিলেন রাও। এই শর্মা বিহার শেল্টার হোম মামলার তদন্ত করছিলেন। কেকে বেণুগোপাল রাও-এর হয়ে সওয়ালে ক্ষমাপ্রার্থনা করেন। আর্জি জানান, আদালত যাতে তাঁর ৩২ বছরের দীর্ঘ কেরিয়ারের কথা মাথায় রেখে বিবেচনা করে। এদিন রাও এর পাশাপাশি লিগ্যাল অ্যাডভাইজারকেও দোষী সাব্যস্ত করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এই নাগেশ্বর রাওকে গত অক্টোবর মাসে অন্তর্বর্তীকালীন সিবিআই ডিরেক্টর করা হয়। তখন সরিয়ে দেওয়া হয়েছিল অলোক বর্মাকে। পরে আদালতের নির্দেশে অলোক বর্মা দায়িত্ব ফিরে পেয়ে দুদিনের মধ্যেই সরে গেলে ফের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর পদে দায়িত্ব দেওয়া হয় নাগেশ্বর রাওকে। মোদী ঘনিষ্ট সিবিআই অফিসারের এই পরিণতিতে বিরোধীরা মজা দেখছে ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − six =