কলকাতা 

রাজ্যে ২১ টি শ্রমিক সংগঠনের ডাকে ২২ দফা দাবির সপক্ষে অনির্দিষ্ট কাল ধর্মঘটের পথে চটকল শ্রমিকরা ; ধর্মঘটে নেই তৃণমূলের শ্রমিক সংগঠন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চটকল শ্রমিক এবার ধর্মঘটের পথে । মূলত ২২ দফা দাবির ভিত্তিতে তারা আগামী ১লা মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করতে চলেছে। পশ্চিমবঙ্গের পাট শিল্পের সঙ্গে জড়িত মোট ২১টি শ্রমিক সংগঠন আগামী ১ মার্চ  থেকে পাটকলগুলিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকল। অবশ্য এই বনধকে সমর্থ করছে না তৃণমূলপন্থী শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বলে জানিয়েছেন বেঙ্গল চটকল মজদূর ইউনিয়নের সেক্রেটারি অনাদি সাহু।

রাজ্যে মোট ৬৫টি পাটকলে প্রায় ২ লক্ষ শ্রমিক কাজ করেন। ফলে এই বন্ধে রাজ্যের পাট শিল্প সমস্যায় পড়বে। অনাদি সাহু জানিয়েছেন তা জেনেও বন্ধ ডাকা ছাড়া তাঁদের হাতে আর বিকল্প ছিল না।

Advertisement

চলতি মাসেরই ১ তারিখ থেকে পাট-শ্রমিকদের অন্তর্বর্তীকালীন মজুরী ৭০ টাকা করে বাড়িয়েছে। ফলে এখন পাটশিল্পে দৈনিক মজুরী অন্তত ৩২৭ টাকা করে হয়েছে। তবে এই মজুরী বৃদ্ধির সুবিধা পাবেন একমাত্র এতদিন দৈনিক ৩২৭ টাকার নিচে যাঁদের আয় ছিল শুধু সেই শ্রমিকরাই।

গত ১৭ জানুয়ারি জুট শিল্পের সঙ্গে জড়িত সব পক্ষের সঙ্গে বসে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অনাদি সাহুর দাবি ওই সিদ্ধান্ত ছিল সর্বসম্মত। কিন্তু শুধুমাত্র তাঁদের ওই একটি দাবিই মানা হয়েছে। শ্রমিকদের আর কোনও চাহিদাই পূর্ণ করেনি সরকার। তাই বনধের পথে যেতে হচ্ছে তাঁদের।

অন্যদিকে কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র নেতা কামরুজ্জামান কামার জানিয়েছেন . চটকল শ্রমিকদের তাদের ন্যায্য দাবি থেকে রাজ্য সরকার ও চটকল মালিকরা বঞ্চিত করেছে । তাই শেষ অস্ত্র হিসেবে আমরা বনধকে বেছে নিতে বাধ্য হয়েছি ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − nine =