দেশ 

রাফাল বিমান চুক্তিতে অনিল আম্বানির মিডলম্যান হিসেবে কাজ করেছেন মোদী ; সিএজি রিপোর্ট আসলে চৌকিদার অডিটর জেনারেলের রিপোর্ট কটাক্ষ রাহুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাফাল বিমান কেনা  নিয়ে ফের মোদীকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবার একাধিক অভিযোগ করেন , কীভাবে রাফালে চুক্তির দশ দিন আগে অনিল আম্বানি ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন, সেই প্রশ্ন তোলেন রাহুল। রাহুলের অভিযোগ, অনিল আন্বানির মিডলম্যান হিসেবে কাজ করেছেন মোদী।

রাহুল দাবি করেছেন, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, বিদেশ সচিব এমন কি হ্যালও জানে না। কাগজ দেখিয়ে রাহুল দাবি করেন, অনিল আম্বানি চুক্তির আগেই জানতেন বরাত তিনি পাচ্ছেন। রাহুলের অভিযোগ, তথ্য ফাঁস করে জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা করেছেন প্রধানমন্ত্রী।  সুপ্রিম কোর্টের রাফালে নির্দেশ এবার প্রশ্নের মুখে বলেও, দাবি করেন কংগ্রেস সভাপতি।

Advertisement

ইতিমধ্যেই সিএজি রাফালে নিয়ে রিপোর্ট পেশ করেছে। যদিও কংগ্রেস সিএজি রাজীব মহর্ষিকে নিয়ে অভিযোগ তুলেছে। কেননা যখন রাফালে চুক্তি হয়েছিল তখন রাজীব মহর্ষি ছিলে কেন্দ্রীয় অর্থ সচিব। যদিও সিএজির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, চুক্তি সব দিক থেকে পর্যালোচনা করা হয়েছে। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধী রিপোর্টকে কটাক্ষ করে বলেছেন, চৌকিদার অডিটর জেনারেল রিপোর্ট।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 17 =