দেশ 

বিজেপি অসম ও উত্তর-পূর্বের সংস্কৃতি ও সম্পদ রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ অসম সফরে গিয়ে নাগরিকত্ব ইস্যুতে মোদীর সাফাই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অসম ও দেশে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই প্রশয় দেওয়া হবে না । তাদেরকে জায়গা দেওয়া হবে না । শনিবার অসম সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন । তিনি বলেন ,”রাজ্যে ও দেশে অনুপ্রবেশকারীদের জন্য কোনও জায়গা নেই। সরকার উত্তর-পূর্বের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

নাগরিক সংশোধনী বিল ২০১৯-এর সপক্ষে বলতে গিয়ে মোদিজি এর  মানবিক দিকগুলি তুলে ধরে বলেন, “তাঁদের ব্যথাটা আমাদের বুঝতে হবে। তাদের সবাইকে নিজেদের বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে এই দেশে। তারা নিজেদের সর্বস্ব ছেড়ে আসতে বাধ্য হচ্ছে।”

Advertisement

বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “যারা সংসদে আমাদের বিরুদ্ধে কথা বলে। দিল্লিতে যারা ঠান্ডা ঘরে বসে আছে। তারা বিল সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। কিন্তু বিজেপি অসম ও উত্তর-পূর্বের সংস্কৃতি ও সম্পদ রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। অসম অ্যাকর্ডের ৬ নম্বর ধারাকে আমরা বাস্তবায়িত করব। গত ৩৫ বছর ধরে এই অ্যাকর্ডটি বাস্তবায়ন করেনি কোনও সরকার।”

তিনি আরও বলেন, “অসম অ্যাকর্ডের ৬ নম্বর ধারা অসমবাসীর সাংস্কৃতিক, সামাজিক ও ভাষাগত পরিচয়কে রক্ষা করতে সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক নিশ্চিত করে।”

অসম সহ উত্তর-পূর্বে তাঁর সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে মোদী বলেন, “সাম্প্রতিক বাজেটে, আমরা উত্তর-পূর্বের জন্য বরাদ্দ ২১ শতাংশ বাড়িয়েছি। গত সাড়ে চার বছরে অসমের জ্বালানি ক্ষেত্রে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প সম্পন্ন করেছে আমাদের সরকার।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 18 =