কলকাতা 

সাড়ে ছ‘ঘন্টা কথা বলার পর আবার আগামী কাল রাজীবের মুখোমুখি কুণাল ঘোষ ? রাজীবের সঙ্গে কথা বলতে ১০ স্পেশাল সিবিআই টিম শিলং গেলেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আজ দিনভর জেরা করার পর আবার আগামীকাল ফের জেরা করবে সিবিআই বলে জানা গেছে। এদিকে আগামী কাল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। বিশেষ সূত্রে জানা গেছে ,দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

আজ  সকালেই মেঘালয়ের রাজধানী শিলঙে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁর বয়ানও রেকর্ড করা হয় বলে সূত্রের খবর। তাঁর জন্য ২২ পাতার একটি প্রশ্নপত্র তৈরি করা হয়। তাঁর আইনজীবী আবেদন করলেও জিজ্ঞাসাবাদের সময় তাঁদের সেখানে থাকতে দেওয়া হয়নি।

Advertisement

জানা গেছে ,রাজীব কুমার পৌঁছানোর কিছুক্ষণ আগে শিলং-এর সিবিআই অফিসে পৌঁছান রাজীব কুমারের আইনজীবী। তিনি সংস্থার আধিকারিকদের কাছে অনুরোধ করেন, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কমিশনারের কলকাতায় থাকা প্রয়োজন। এছাড়াও রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁকেও সেখানে থাকতে দেওয়ার জন্য আবেদন জানান তিনি। কিন্ত সেই আবেদন সঙ্গে সঙ্গে খারিজ করে দেয় । সিবিআই-র পক্ষ থেকে বলা হয় আইনজীবীকে থাকতে দেওয়া হবে না । তবে পুলিশ কমিশনারের আইনজীবী অনুরোধ করেন , যেহেতু ১২ ফেব্রূয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই সিপিকে বেশিদিন জেরার নাম করে আটকে রাখা যাবে না । এ বিষয়ে অবশ্য সিবিআই-র পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি । তবে জানা গেছে এদিন রাজীব কুমার সিবিআই-র দেওয়া দুপুরের খাবার খাননি ।

এদিকে আগামী কাল আবার কুণাল ঘোষকে জেরা করতে চায় সিবিআই । সূত্রের খবর কুণাল ও রাজীব কুমারকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই । তবে শনিবার সিবিআই-র জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব শিলং গিয়ে পৌঁছেছেন । আজ আবার এক দল সিবিআই অফিসার দিল্লি থেকে কলকাতায় এসেছেন । সব মিলিয়ে রাজীব কুমারকে সামলানোর জন্য সিবিআই কোমড় বেঁধে নেমেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 19 =