জেলা 

ভারতী ঘোষ ঘনিষ্ঠ আরেক পুলিশ আধিকারিককে গ্রেফতার করল সিআইডি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভারতী ঘোষ ঘনিষ্ঠ আরেক পুলিশ আধিকারিক প্রদীপ রথকে গ্রেপ্তার করেছে  সিআইডি-র একটি বিশেষ দল আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারের অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক ৯ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। উল্লেখ্য , প্রদীপ রথের বিরুদ্ধে  ফৌজদারি আইনের ১২০(B), ১৬৭,২১৭,২১৮,৪০৯,৪৬৮,৪৭১ ধারায় মামলা রুজু করা হয়। এছাড়াও ১৮৮৫ সালের ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্টের সেকশন ২৫/২৬ ও ২০০০ সালের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৬, ৭২ ও ৭২ (A) ধারায় মামলা দায়ের করা হয়। তারপরই প্রদীপ রথকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রদীপ রথ জেলা পুলিশ সুপারের দপ্তরে স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার-ইনচার্জ  পদে কর্মরত। তাই তিনি অফিসিয়াল মেল অ্যাকাউন্ট, সফটওয়ার ও হার্ডওয়ার অ্যাকসেস করতে পারতেন। সেগুলিকে কাজে লাগিয়ে তিনি দাসপুরের একটি কেসের (কেস নম্বর : ২৭/২০১৮) কল ডিটেলস রেকর্ড বেআইনিভাবে হাতিয়ে নেন।

তদন্তে উঠে আসে, জেলা পুলিশ সুপারের অফিসিয়াল আইডি ব্যবহার করে সেই কেসের বিভিন্ন ফোন নম্বরের সার্ভিস প্রোভাইডারের থেকে কল ডিটেলস রেকর্ড হাতিয়ে নেন। তারপর সেগুলি অপর একটি অফিসিয়াল ও প্রদীপ রথের ব্যক্তিগত মেল অ্যাকাউন্টে পাঠানো হয়। পাশাপাশি, আরও দাসপুর থানার আরও কয়েকজনকে সেই মেল ফরোওয়ার্ড করা হয়। মূলত এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে । যদিও কয়েক মাস আগেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল । তিনি জামিনে মুক্ত ছিলেন আলিপুরদুয়ার পুলিশ অফিসে কর্মরত ছিলেন । সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে । তবে এ বিষয়ে সিআইডি-র পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − six =