কলকাতা 

Suspend : সাসপেন্ড জট কাটাতে শীর্ষ আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা ?

বাংলার জনরব ডেস্ক : গত বছর মহারাষ্ট্র বিধানসভার স্পীকারের এক সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বিজেপি বিধাযকরা । তাতে সুপ্রিম কোর্ট ওই বিধায়কদের উপর সাসপেনসন বাতিল করে দেয় । এই রায়কে হাতিয়ার করে এবার রাজ্য বিজেপির সাসপেন্ড বিধায়করা আদালতে যেতে পারেন বলে জানা গেছে ।  বিষয়টি নিয়ে আইনজ্ঞের পরামর্শ এবং আলাপ-আলোচনা চলছে। বিধানসভার সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী পক্ষের বিধায়কদের মধ্যে মারামারির ঘটনার জেরে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির পাঁচ বিধায়ককে। তারও আগে থেকেই সাসপেনশনে রয়েছেন বিরোধীদলের আরও দুই বিধায়ক। সংসদীয় তথা পরিষদীয় প্রথা মেনে…

আরও পড়ুন