জেলা 

Cheating: চাকরি দেওয়ার নামে সাড়ে ১২ লাখ টাকা নেন ‘বিধায়ক মামা’! তাপস সাহার বিরুদ্ধে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানালেন বিধায়কের ভাগ্নে

বাংলার জনরব ডেস্ক : চাকরি দেওয়ার নাম করে নিজের ভাগনার  কাছ থেকেও টাকা নিয়েছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা বলে অভিযোগ।  শুধু তাই নয়, চাকরি পেতে তাপসকে টাকা দিয়েছিলেন তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁর জামাইও। শুক্রবার রাতেই তাপসের আপ্তসহায়ক প্রবীর কয়াল-সহ তিন জন গ্রেফতার হয়েছেন আর্থিক প্রতারণার অভিযোগে। তার পরেই জানা যাচ্ছে, প্রতারিতদের তালিকায় রয়েছেন অনেক তৃণমূল নেতার আত্মীয়েরাও। তাপস যদিও শনিবার এই অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। নিজেকে তাপসের ভাগ্নে পরিচয় দিয়ে ‘মামা’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন নদিয়ার দইয়েরবাজার এলাকার বাসিন্দা শুভ সাহা। স্থানীয়দের দাবি, শুভর…

আরও পড়ুন