SSC appointment: রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৬,৮৬১ নয়া পদ তৈরির বিজ্ঞপ্তি, এসএসসি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ, এভাবে নতুন পদ তৈরি করে নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে! দুর্নীতি কী বন্ধ হবে প্রশ্ন আমজনতার!
বাংলার জনরব ডেস্ক : গত ৫ মে রাজ্য মন্ত্রিসভায় শিক্ষকদের নতুন পদ তৈরীর যে সিদ্ধান্ত হয়েছিল তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে সেই পদের সংখ্যা জানিয়ে দিল।স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির…
আরও পড়ুন