কলকাতা 

কনক সরকারের অপসারন চান মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : যাদবপুরের অধ্যাপক কনক সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে তাড়ানো উচিত বলে মনে করেন  জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।  আজ কলকাতায় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি জানিয়েছেন । গতকাল তিনি কলকাতায় এসেছেন। আজ সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও উপাচার্য ফোন করে জানান, সেখানে ধরনা চলছে। তাই, তাঁর না যাওয়াই ভালো। যে কারণে বেশ ক্ষুব্ধ রেখা।

অধ্যাপক কনক সরকার প্রসঙ্গে রেখা বলেন, “যারা মহিলাদের নিয়ে এধরনের মন্তব্য করে তাদের তাড়িয়ে দেওয়া উচিত। ছাত্রছাত্রীদের ধারে কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয়। রিপোর্ট পেয়েছি, উনি আগেও ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমরা স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছি।” তাঁর কথায়, “VC শহরে নেই। এটাই তো পশ্চিমবঙ্গের অবস্থা। যখনই আমি রাজ্যে আসি কেউ শহরে থাকেন না। রেজিস্ট্রারও নেই। প্রো চ্যান্সেলারও নেই। জানি না কী করে বিশ্ববিদ্যালয় চলছে।” VC-র উপর ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “উনি বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধরনা চলছে। ওখানে যাওয়া উচিত হবে না। আমি দল পাঠিয়েছি। দেখি কিছুই হয়নি। ৫-৭ জন ছাত্রী ছিল।”

Advertisement

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 4 =