কলকাতা 

রাজ্য সরকার ডিএ মামলায় যেতে পারে সুপ্রিম কোর্ট আশংকায় সরকারি কর্মচারী সংগঠন , সোমবার ক্যাভিয়েট জমা দেবে শীর্ষ আদালতে ?

শেয়ার করুন
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ডিএ মামলায় হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারের তেমন কোন বক্তব্য নেই । শুধুমাত্র শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রায় নিয়ে  প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, অধিকার তো মানলাম, কিন্ত সাধ্য না থাকলে কী করা যাবে ? তবু সর্তক রাজ্য সরকারি কর্মচারী সংগঠন । বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে , কর্মচারী সংগঠন মনে করছে, রাজ্য সরকার হঠাৎ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে । বিশেষ করে হাইকোর্ট যেভাবে ডিএ সরকারী কর্মচারীদের আইনগত অধিকার বলে রায় দিয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে সরকার যেতেই পারে বলে মনে করছে কেউ কেউ । তাই কোন রকম ঝুকি না নিয়ে তারা সম্ভবত সোমবারই সুপ্রিম কোর্ট-এ ক্যাভিয়েট দাখিল করতে চলেছে, যাতে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কোনভাবেই একতরফা স্থগিতাদেশ আনতে না পারে।

যদিও হাইকোর্টের ডিভিসন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে শুধুমাত্র ডিএকে সরকারী কর্মচারীদের আইনগত অধিকারই বলেছে । এর বাইরে হাইকোর্ট সমস্ত বিষয়টি মিমাংসা করার জন্য স্যাটকে দায়িত্ব দিয়েছে। স্যাট দুমাসের মধ্যে ডিএ মামলার সব দিক নিয়ে গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করতে না পারলে আবার হয়তো এই মামলা হাইকোর্টে যাবে ।

Advertisement

কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আদৌ সুপ্রিম কোর্টে যাবে কি না তা নিয়ে কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি। আর যাওয়ার সম্ভাবনা আছে এই ভেবেই সরকারী কর্মচারী সংগঠনগুলি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে খবর ।

 

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 − 6 =