আন্তর্জাতিক 

কাবুলে ধর্মস্থানে আত্মঘাতী জঙ্গি হামলায় হত ১১ , আহত ১১

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা মহামারি ভয়াবহ চেহারা নিয়ে হাজির হয়েছে বিশ্বে । সব দেশের রাষ্ট্রনায়করা এখন করোনা মোকাবিলা নিয়ে ব্যস্ত । এই পরিস্থিতিতে আত্মঘাতী হামলা হল আফগানিস্তানের কাবুলে । যা সমগ্র বিশ্ববাসীকে চমকে দিয়েছে । কাবুলের একটি গুরুদোয়ারাতে হামলা চালাল জঙ্গিরা। বুধবার সকালে ভয়াবহ এই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আফগানিস্তানের শোর বাজার এলাকার একটি গুরুদোয়ারায় এই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে ভয়াবহ এই আত্মঘাতী বিস্ফোরণের পরেই তালিবানের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,হামলার পিছনে তাদের হাত নেই। তবে এই ঘটনার পিছনে ইসলামিক স্টেটের জঙ্গিদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ মাঝে মধ্যেই সে দেশে সংখ্যালঘু শিখদের উপর হামলার ঘটনা ঘটায় আইএস জঙ্গিরা।

জানা গিয়েছে, যে এলাকায় এই আত্মঘাতী এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে হিন্দু এবং শিখ জনসংখ্যা অনেক বেশি। এই ঘটনার পরেই আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭টা ৪৫ মিনিট একদল জঙ্গি হঠাত করেই গুরুদোয়ারায় ঢুকে পড়ে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু সেখানে পুলিশ পৌঁছানোর আগেই জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক দূর পর্যন্ত শোনা যায়। এমনকি কালো ধোঁয়া বহু দূর থেকে দেখা যায়।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ