কলকাতা 

উত্তরবঙ্গে তিনটি নতুন শিল্পতালুক গড়ছে রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : উত্তরবঙ্গের শিল্প বিকাশে বড়সড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে তিনটি নতুন শিল্পতালুক গড়ছে সরকার। আলিপুরদুয়ার জেলার জয়গাঁ, এথেলবাড়ি ও কালিম্পংয়ের সাত মাইলে শিল্পতালুক হচ্ছে। জয়গাঁ ও এথেলবাড়িতে শিল্পতালুকের জন্য প্রয়োজনীয় জমি জেলা প্রশাসন এমএসএমই (মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস) দপ্তরের হাতে তুলে দিয়েছে। কালিম্পংয়ে জমি চিহ্নিত করেছে প্রশাসন। পাশাপাশি আমবাড়ি-ফালাকাটা ও ডাবগ্রাম ফেজ টু’র কাজও হয়ে গিয়েছে।
বিভিন্ন জায়গায় শিল্পতালুক তৈরী হওয়ায় স্থানীয় উদ্যোগীরা লাভবান হবেন। এথেলবাড়িতে শিল্পতালুকের জন্য যতটা জমি রাখা হয়েছে চাহিদা তার থেকে বেশী আছে। জয়গাঁতেও প্রচুর সম্ভাবনা। পরিকাঠামো গড়ে প্লটিংয়ের কাজ শুরু হয়ে যাবে।
কালিম্পংয়ের বিশেষ ভূমিরূপ ও পরিবেশের কারণে স্ট্যান্ডার্ড ডিজাইন ফ্যাক্টরি’র মতো পরিকাঠামো গড়ার ভাবনা চলছে। সেখানে শিল্পতালুকে ফাঁকা জমি রাখার পাশাপাশি, বিল্ডিং তৈরীর কথা ভাবা হচ্ছে। এরফলে সেখানে কেউ প্যাকেজিং ইউনিট বা নুডুলস তৈরীর মতো ছট ইউনিট গড়লে তিনি প্রয়োজনীয় ঘর পেয়ে যাবেন। আবার কেউ নার্সারি করতে চাইলে তিনি প্রয়োজনীয় ফাঁকা জমিও পেয়ে যাবেন।
কালিম্পংয়ে শিল্পতালুকের জন্য ১০ একর জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। জয়গাঁর শিল্পতালুকটি ১১ একর জমি নিয়ে তৈরী হচ্ছে। চারদিকে প্রাচীর দিয়ে জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। সেখানে যাওয়ার জন্য বড় রাস্তা বের করতে হবে। জেলা প্রশাসন বিষয়টি দেখছে।
এথেলবাড়ি শিল্পতালুকটি ৪২ একর জমির উপর গড়ে উঠছে। সেখানে তিনদিকে সীমানা প্রাচীর তোলা হয়েছে। একদিকে নদী থাকায় সেখানে প্রাচীর দেওয়ার ব্যাপারটি সেচদপ্তর দেখছে। এথেলবাড়িতে সিমেন্টের পাইপ, স্ল্যাব তৈরীর একটি ক্লাস্টার রয়েছে। সেখানকার বিনিয়োগকারীরাই এতে বেশী আগ্রহ দেখিয়েছেন বলেই খবর নবান্ন সূত্রে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × four =