কলকাতা 

এলআইসি-র বিলগ্নীকরণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানালেন মমতা , আন্দোলনের পথে কর্মচারীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জনগণের শেষ ভরসার জায়গা এলআইসিকেও বিক্রি করার সিদ্ধান্ত নিল । যা একথায় নজীরবিহীন । দেশের চূড়ান্ত আর্থিক সংকটের সময় নরসিমা-মনমোহন সিংহ যা করেননি তা করতে চলেছেন আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার । ৭২ বছর ধরে যে সম্পদ নেহেরু দেশের জন্য রেখে গেছেন তাকেই বিক্রি করে খাচ্ছেন মোদী-নির্মলা । শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রস্তাব দিয়েছেন এলআইসি-র একটাংশ বিক্রি করে দেওয়ার । আর এই ঘোষণা্র পরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন নির্মলা । এমনকি শেয়ার বাজারেও পতন দেখা গেছে ।

এলআইসির বিলগ্নীকরণের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘‘এই সিদ্ধান্তে আমি স্তম্ভিত। প্রাচীন এই প্রতিষ্ঠানটির ঐতিহ্য নষ্ট করা হচ্ছে।’’ তাঁর মতে, এই ঘটনার ফলে এই প্রতিষ্ঠানে সঞ্চয়ের বিষয়ে সাধারণ মানুষের যে নিরাপত্তার বোধ, তার মৃত্যু হবে। এলআইসির শেয়ার বিলগ্নিকরণ সিদ্ধান্তকে যুগাবসান বলেও মনে করছেন মমতা।

Advertisement

এই সিদ্ধান্তকে চূড়ান্ত ধিক্কার জানিয়েছেন এলআইসি কর্মচারীরা। অল ইন্ডিয়া ইনস্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে যুগ্ম সম্পাদক জয়ন্ত মুখোপাধ্যায় বলছেন, ‘‘গ্রাহকদের বিশ্বাসে আঘাত করা হল। এলআইসি সঞ্চয়ের ওপরে যে নিরাপত্তা দিয়ে আসছিল, বিলগ্নিকরণের দিকে হাঁটলে তা খর্ব হবে। বেসরকারি কোম্পানিগুলি শেয়ার কিনলে ঝুঁকি বাড়বে। এর প্রতিবাদে আগামী ৪ ফেব্রুয়ারি এক ঘণ্টা কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হবেন গোটা দেশের এলআইসি কর্মচারীরা।’’

শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, সরকার তহবিল সংগ্রহের জন্যে বাজারে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)-এর মাধ্যমে এলআইসি-র শেয়ার ছাড়া হবে। কেন এলআইসির শেয়ার বিক্রি করতে চাইছে কেন্দ্র? নির্মলা সীতারামনের কথায়, ‘‘গত বছর আর্থিক ঘাটতির পরিমাণ ছিল জি়ডিপির ৩.৮ শতাংশ। সেই ঘাটতির পরিমাণ কমানোর লক্ষ্যেই এলআইসি-কে আংশিক ভাবে বেসরকারি হাতেই দিতে চলেছ সরকার।’’

এলআইসির ভবিষ্যত নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। এদিনের ঘোষণায় পরিষ্কার, এবার এলআইসি-ও বেসরকারি বাজারে পা রাখতে চলেছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + 11 =