কলকাতা 

উচ্চ-মাধ্যমিকে প্রথম কলা বিভাগের গ্রন্থণ সেনগুপ্ত,পঞ্চম বর্ধমানের মামুন ন্যাশনাল স্কুলের সরিফুল ইসলাম,মেধা তালিকায় এগিয়ে জেলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধিঃ আজ পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মাথায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ফল প্রকাশ করলেন। এ বছর পাশের হার ৮৩.৭৫ শতাংশ।পাশের হারে রাজ্যের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও কালিঙপং জেলা প্রথম স্থান দখল করেছে। উচ্চমাধ্যমিকে এবার প্রথম হয়েছে কলা বিভাগ থেকে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত প্রথম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নং ৪৯৬,শতাংশের বিচারে ৯৯.০২%। দ্বিতীয় স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুরের  তমলুক হামিলটন হাইস্কুলের ছাত্র ঋত্বিক কুমার সাহা,তার প্রাপ্ত নং ৪৯৩,শতাংশের বিচারে ৯৮.৬%। তৃতীয় স্থান দখল করেছে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র তিমির বরণ দাস এবং শাশ্বত রায়। দুজনের প্রাপ্ত নং ৪৯০(৯৮%)। প্রথম দশ জনের মেধা তালিকায় মোট ৮০জন  ছাত্র-ছাত্রী ঠাই পেয়েছে। এর মধ্যে কলকাতা দশ জন ছাত্র-ছাত্রী রয়েছে। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার অভ্রদীপ্তা ঘোষ। যাদবপুর বিদ্যাপিঠের এই ছাত্রী কলকাতা জেলাতে প্রথম হয়েছে এবং রাজ্যে পঞ্চম স্থান দখল করেছে। এছাড়া সবাই চমকে গোলাম আহমদ মোর্ত্তাজা প্রতিষ্ঠিত আবাসিক বিদ্যালয় মামুন ন্যাশনাল স্কুলের ছাত্র সরিফুল ইসলাম এবছর উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান দখল করেছে তার প্রাপ্ত নং ৪৮৬।

সবমিলিয়ে উচ্চ-মাধ্যমিকের সাফল্যে জেলা স্কুলগুলিই এগিয়ে রয়েছে। মাধ্যমিকে কলকাতা থেকে মাত্র দুজন মেধা তালিকায় সুযোগ পেয়েছে এবার উচ্চ-মাধ্যমিকে সংখ্যাটি বেড়ে হল ১০জন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + 9 =