প্রচ্ছদ 

নাগপুরে সংঘের সভায় দাঁড়িয়ে আরএসএসকে প্রকৃত জাতীয়তাবাদের পাঠ শেখালেন প্রণব

শেয়ার করুন
  • 76
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায় আজ নাগপুরে আর এস এসের সমাবর্তন অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারতের চিরন্তন ঐতিহ্য বিভেদের মাঝে ঐক্যের কথা জোর দিয়ে প্রকাশ করলেন।দেশের প্রাচীন ইতিহাস তুলে আমাদের পরম্পরা যে সহাবস্থানে বিশ্বাস করে তা তিনি দৃঢ় কণ্ঠে বলেন। প্রণববাবু বক্তব্যের শুরুতেই বলেন, আমি ধর্ম নিরপেক্ষতায়  বিশ্বাস করি, রাষ্ট্রবাদ ও জাতীয়তাবাদ নিয়ে আমার যে চিন্তা ভাবনা আছে তা প্রকাশ করতেই আমি এখানে এসেছি।তিনি বলেন ভারতের শক্তি লুকিয়ে আছে বহুত্ববাদ ও সহিষ্ণুতার মধ্যে।সহাবস্থানই ভারতের প্রকৃত ধর্ম।সহিষ্ণুতা,বহুত্ববাদ ও বিবিধের মাঝেই ভারতের প্রকৃত শক্তি নিহিত রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা থেকে উদ্ধতি দিয়ে  বলেন, আমাদের দেশের মহান পুরুষরা মিলনের মধ্যে ঐক্যের কথা বলে গেছেন।পৃথিবীর সব ধর্ম বর্ণ জাতিকে আহবান করেছে এ দেশে আসার জন্য,আর যারা এদেশে এসেছেন তাদেরকে দুহাত ভরে স্বাগত জানিয়েছে।এদিন বর্তমান শাসক দলকে রাজধর্ম পালনের উপদেশ শুনিয়ে তিনি কৌটিল্য-র বানী মনে  করিয়ে দিয়ে বলেন, প্রজার সুখের মধ্যেই  রাজার সুখ। তাই প্রজার কল্যানেই রাজার পথ। দেশের প্রাক্তণ রাষ্ট্রপ্রধান এদিন জাতীয়তাবাদের সংঞ্জা দিতে গিয়ে বলেন, সাংবিধানিক দেশপ্রেমই হল জাতীয়তাবাদ।তিনি বলেন এখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে হিংসা ক্রোধ বাড়ছে। এই পথ থেকে আমাদের সরে আসতে হবে।ঐক্যমত নাও হতে পারে ,তবে আলোচনার  মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।আমাদের মনে রাখতে হবে ভারতের রাম হল শান্তির প্রতীক।আমাদের মত এই বহুত্ববাদের দেশে এক ভাষা এক ধর্ম চলতে পারে না।আমাদের মধ্যে বিভেদ থাকবে, ভাষাগত তফাত থাকবে, ধর্মীয়গত বিশ্বাসে তফাত থাকবে, তা সত্ত্বে সবাইকে এক করে এই বিভেদের মধ্যেই ঐক্যকে খুঁজে নিতে হবে।আমাদের একটাই শেষ পরিচয় আমরা সবাই ভারতীয়।

এদিন প্রথা ভেঙে সংঘ নেতা মোহন ভাগবত আগে বক্তব্য রাখেন, তিনি বলেন, আর এস এস সবাইকে নিয়ে চলতে চায়।প্রণববাবু যা আগে ছিলেন তা এখনো আছেন। তাঁকে আমরা আমন্ত্রণ করেছি তাঁর বক্তব্য শোনার জন্য। উল্লেখ্য,নাগপুরে আরএসএসের সমাবর্তন অনুষ্ঠানে এতদিন প্রধান অতিথির বক্তব্যের পরে সবার শেষে সংঘ প্রধান বক্তব্য রাখতেন। এবার প্রাক্তণ রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে সংঘ প্রধান সংগঠনের নিয়ম ভেঙে আগেই বক্তব্য দিলেন।

Advertisement

এদিন বঙ্গসন্তান প্রণববাবু আক্ষরিক অর্থে আর এস এসের সভায় গিয়ে নিজের মেধা , ইতিহাস চর্চা, এবং ভারতের চিরন্তন পরম্পরাকে যুক্তিনিষ্ঠ ভাবে ব্যাখ্যা করে আর এস এসের উগ্র হিন্দুত্বের প্রচারকে অনেকটাই ভোতা করে দিলেন।আর এস এসের জাতীয়তাবাদ বনাম ভারতের প্রকৃত জাতীয়তাবাদের শিক্ষা প্রণববাবু একজন শিক্ষকের মতোই নাগপুরে গিয়ে আর এস এসের কর্মীদের শিখিয়ে এলেন।প্রণববাবুর এই নাগপুরের ভাষণ ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


শেয়ার করুন
  • 76
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 4 =