জেলা 

রমযানে ইমাম-মোয়াজ্জিনদের আর্থিক সাহায্য করে সম্প্রীতির নজির গড়লেন সৌমেন মহাপাত্র

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জুলফিকার আলিঃ  সারা দেশের বিভিন্ন প্রান্তে যখন সাম্প্রদায়িকতার অভিযোগ উঠছে, এক শ্রেণীর  মানুষ যখন অন্য শ্রেণীর মানুষকে খুনোখুনি করতে ব্যস্ত, সেই পরিস্থিতিতে অমুসলিম হয়েও পবিত্র রমযান মাসে প্রায় দু’হাজার ইমাম ও মোয়াজ্জিনকে আর্থিক সাহায্য তুলে দিয়ে অনন্য নজির গড়লেন ডঃ সৌমেন মহাপাত্র। তিনি পিংলার বিধায়ক। রাজ্যের জলসম্পদ উন্নয়নের মতো একটি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও তিনি। তাঁরই উদ্যোগে আজ পিংলায় ইমাম মোয়াজ্জিনদের আর্থিক সাহায্য দেওয়া হয়। ইমামদের জন্য সাহায্যের পরিমাণ ছিল ২০০০ টাকা ও মোয়াজ্জিনদের জন্য বরাদ্দ ছিল ১০০০ টাকা করে।

জানা গিয়েছে পিংলা বিধানসভা এলাকায় প্রায় একহাজারটি মসজিদ রয়েছে। প্রত্যেকটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। যাঁদের মধ্যে প্রায় সকলেই দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের। আর রমযান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও প্রিয় মাস। রমযান মাসের শেষে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাযের সময়ে প্রত্যেকে নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যান। আর ঈদের প্রাক মুহুর্তে দরিদ্র পরিবারের লোকেদের এই সহযোগিতা অত্যন্ত ফলপ্রসু বলেই মনে করা হচ্ছে। আর এই আর্থিক সহযোগিতা ন্যুনতম হলেও তা পেয়ে অত্যন্ত আনন্দিত ওই সব ইমাম মোয়াজ্জিনরা। এই প্রসঙ্গে সৌমেনবাবু বলেন, রমযান মাস মুসলিমদের কাছে পবিত্র মাস। এই সময়ে ইফতার সমগ্রী কেনাকাটা সহ নতুন পোশাক কেনার জন্য খরচ হয়ে থাকে। তবে আমরা যে সাহায্য দিচ্ছি, তাতে প্রয়োজন হয়তো মিটবে না, কিন্তু তাঁদের উৎসাহিত করা হবে।

Advertisement

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + eleven =