জেলা 

গিমাগেড়িয়া হাইমাদ্রাসার দুই কৃতী ছাত্রকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ এবারের হাইমাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফলে গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাইমাদ্রাসার সফল দুই ছাত্র সৈয়দ সোনু আলি ও মুহাম্মদ ইলিয়াসকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে,  ‘এবছরের হাইমাদ্রাসা পরীক্ষায় অসাধারণ ফলের জন্য তোমাকে জানাই অনেক অনেক অভিনন্দন। তোমার এই সাফল্যে আমরা গর্বিত। তোমার সকল অভিভাবক শিক্ষক, শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদেরও এই উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তুমি জীবনে অনেক বড় হও সফল হও- এই শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো।’

মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা

Advertisement

প্রসঙ্গত গতকাল প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফল। মেধা তালিকায় প্রথম দশজনের মধ্যে গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাইমাদ্রাসার দুই ছাত্র সৈয়দ সোনু আলি ও মহাম্মদ ইউসুফ স্থান করে নিয়েছে। এদের মধ্যে ৭৪৬ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে সোনু। অন্যদিকে ৭৪০ নম্বর পেয়ে মেধাতালিকায় নবম স্থান অধিকার করেছে ইউসুফ। দুজনের এই সাফল্যে যেমন পরিবারের লোকজন থেকে প্রতিবেশী ও স্কুলের শিক্ষকরা গর্বিত তেমনি অত্যন্ত খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 3 =