দেশ 

ভোটাররা অনিয়ম হলে সরাসরি কমিশনে অভিযোগ জানাতে পারবে,নির্বাচনকে অবাধ করতে আরও কড়া দাওয়াই পথে কমিশন

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদকঃআসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ যাতে সুষ্ঠভাবে  নির্বাচন প্রক্রিয়াই অংশ নিতে পারে সেজন্য নির্বাচন কমিশন এক মোবাইল অ্যাপ তৈরি করছে। এই অ্যাপের মাধ্যমে এবার ভোটাররা কোন অনিয়ম হলে সরাসরি কমিশনে অভিযোগ জানাতে পারবে। সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি কোন অভিযোগ নির্বাচন কমিশনে আসলে অভিযোগকারীর নাম ও ফোন নং গোপন রাখা হবে। আজ একদিনের কলকাতা সফরে এসে দেশের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি এদিন রাজারহাটে এক পাঁচতারা  হোটেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,রাজ্য নির্বাচন কমিশন বিশেষ ক্ষমতাধর। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে যে অশান্তি হয়েছে তার পরিপ্রেক্ষিতে দেশের নির্বাচন কমিশন এই মন্তব্য করেছেন বলে পর্যবেক্ষকদের ধারণা। তবে তিনি এদিন জোরের সঙ্গে বলেন, আগামী লোকসভা নির্বাচনকে ঘিরে সব রকম নিরাপত্তা ব্যবস্থা করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে  পারে সেজন্য কড়া পদক্ষেপ করা হবে বলে নির্বাচন কমিশনার জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার ওপপ্রকাশ রাওয়াত বলেন,লোকসভা নির্বাচন এগিয়ে আনার কোন সিদ্ধান্ত হয়নি। নির্দিষ্ট সময়েই লোকসভা নির্বাচন হবে বলে তিনি জানান।

ইভিএম নিয়ে এক প্রশ্নের উত্তরে কমিশনার বলেন,ইভিএমে ভোট নেওয়া হবে। এছাড়া আর কোন বিকল্প চিন্তাভাবনা কমিশনের নেই।

Advertisement

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =