কলকাতা 

কলকাতা সহ রাজ্যের পুরসভাগুলির নির্বাচনে বাম-কংগ্রেস জোট হওয়ার সম্ভাবনা : সোমেন মিত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন রাজ্যের পুরসভা ও কলকাতা পুর নিগমের নির্বাচনে কংগ্রেস ও বামেরা জোট করে প্রতিদ্বন্দ্বিতা করবে । এ বিষয়ে নাকি কথাবার্তা হয়ে গেছে । সম্প্রতি সংবাদ মাধ্যমকে এই খবর দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র । সাংবাদিকদের সোমেনবাবু বলেন, বিজেপি দেশ ভাঙার কাজ করছে। আর এরাজ্যে তৃণমূল কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলিকে ভেঙেছে। বিজেপি এবং তৃণমূল উভয় দলই দেশ ও রাজ্যের পক্ষে বিপজ্জনক। আমরা এই দু’দলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সব শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাই। সেই কর্মসূচিতে আমরা বামেদেরও পাশে পেতে চাই। আর সেই আন্দোলনের অঙ্গ হিসেবে আসন্ন পুরভোটে বামেদের সঙ্গে জোট করে লড়তে আমরা আগ্রহী।

সিপিএমের শীর্ষস্থানীয় নেতা মহম্মদ সেলিম একথা শুনে বলেন, আমরাও তো বারবার বিজেপি-তৃণমূলকে একই মুদ্রার দুই পিঠ বলে অভিহিত করে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলির ঐক্যের ডাক দিয়েছি। এখনও আমরা সেই অবস্থান থেকে সরিনি। আমরা কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই একাধিক যৌথ কর্মসূচিতে অংশ নিয়েছি। তবে পুরভোট এখনও অনেক দেরি আছে। নিশ্চয়ই আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই আলোচনা করব।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করার কথা ছিল । কিন্ত নানা কারণে তা হয়নি । ‍লোকসভা ভোটে এই রাজ্যে কংগ্রেস ও বামেরা খুবই খারাপ ফল করে । তারপরেই সোমেন মিত্র জোটের চেষ্টা করছেন বলে খবর । ইতিমধ্যে বিভিন্ন ইস্যুতে বাম-কংগ্রেস যৌথভাবে আন্দোলন করছে । মিছিল-মিটিংও করেছে এই পরিস্থিতি জোটের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − sixteen =