কলকাতা 

উচ্চ-মাধ্যমিকের মেধা তালিকা ৯ জন মুসলিম ছেলেমেয়ে ; মেধা বিকাশে উল্লেখ্যযোগ্য সাফল্য সংখ্যালঘুদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  উচ্চ-মাধ্যমিকের মেধা-তালিকা এবার সংখ্যালঘু মুসলিম ছেলেমেয়েদের উপস্থিতি নজরকাড়া । সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ছাত্র মাসুম আখতার মেধা তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে । মাসুম মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থানে ছিল। স্বাভাবিক ভাবে উর্দু ভাষা বিভাগে প্রথম হয়েছে রাবেয়া আহমেদ । এবারের দশজনের মেধা তালিকা ১৩৭ জনের মধ্যে ৯ জন মুসলিম ছেলেময়ে আছে । যা সংসদের ইতিহাসে প্রথম । এই ৯ জনের মধ্যে দুজন আল আমীন মিশনের ছাত্র-ছাত্রী। সপ্তম স্থানে রয়েছে সাফিদা খাতুন ; অষ্টম স্থান দখল করেছে মিশনেরই ছাত্র কাজী ফাইয়াজ আহমেদ। এছাড়া মোস্তাক হোসেনের জিডি আকাডেমির ছাত্রী  মাফুজা খাতুন দশম স্থান লাভ করেছে।

সোমবার সকাল দশটায় প্রকাশিত হল উচ্চ-মাধ্যমিকের ফল । পাশের হার ৮৬.৩৭ % । প্রথম বিভাগে পাশ করেছে ২,৬৩,১৪৯জন । পাশের হারে এগিয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , কলকাতা ও কালিম্পং জেলা । এই জেলাগুলিতে পাশের হার ৯০ % । এবার মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি । ছেলেরা পাশ করেছে ৮৭.৪৪ % , মেয়েরা পাশ করেছে ৮৫.৩০ % । এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫১টি বিষয়ে পরীক্ষা হয়েছিল , ১৫টি ভাষা পরীক্ষা হয় । পরীক্ষা শেষ হওয়ার ৭৪ দিনের মাথায় ফল ঘোষণা করা হয়েছে বলে উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি অধ্যাপিকা মহুয়া দাস জানিয়েছেন । এবারে মোট ৮,১৬২৪৩ জন পরীক্ষা দিয়েছিল ।

Advertisement

ফল প্রকাশ করার পর সংসদ সভাপতি বলেন , এবারের বিভিন্ন ভাষা ভিত্তিক পরীক্ষার্থীদের আলাদা আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়েছে । প্রথম দশে রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী, যা সংসদের ইতিহাসে প্রথম

উর্দু ভাষা বিভাগে প্রথম হয়েছে রাবেয়া আহমেদনেপালিতে জ্যোতিন গুপ্তা, শেয়াঙ্কা শেরপা, অলচিকিতে বিশ্বনাথ মান্ডি, অনিমা মুর্মু, সনকা হেমব্রম।

এক নজরে মুসলিম ছেলেময়েদের মেধা তালিকা :-

দ্বিতীয়:  মহম্মদ মাসুম আখতার প্রাপ্ত নম্বর ৪৯৪

ষষ্ঠ: মোজাম্মেল হক প্রাপ্ত নম্বর ৪৯০।

সপ্তম: সাফিদা খাতুুন ৪৮৯

অষ্টম: নরিন খাতুন, কাজী ফাইয়াজ আহমেদ,  সায়নী আলম প্রাপ্ত নম্বর ৪৮৮

দশম:  আরজু সুলতানা, মাফুজা খান প্রাপ্ত নম্বর: ৪৮৬

সংসদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbchse.nic.in থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in এবং www.examresults.net ওয়েবসাইট থেকেও। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে- WB <রোল নম্বর> লিখে পাঠিয়ে দিতে হবে 54242 / 56263/58888 নম্বরে।

কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেমন – indiaresults.com অথবা examresults.net etc -এর মাধ্যমেও আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। এছাড়াও কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেমন – indiaresults.com, এটি থেকেও উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 1 =