কলকাতা 

সিবিআইয়ের কাছে সাত দিনের সময় চাইলেন রাজীব কুমার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সারদা মামলায় সিবিআইকে এড়িয়ে গেলেন আইপিএস অফিসার রাজীব কুমার । রবিবার সিবিআই তাঁকে নোটিশ পাঠিয়ে আজ সোমবার দফতরে তলব করেছিল । কিন্ত দেখা গেল রাজীব কুমার সিবিআইয়ের তলবে হাজির হননি । বরং দুপুরের দিকে সিআইডির দুজন অফিসার সিবিআই দফতরে একটি চিঠি জমা দিয়ে যান ।  সংবাদ মাধ্যম জানা গেছে , ওই চিঠিতে রাজীব কুমার সিবিআইকে জানিয়েছে তিনি এখন ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন । তাঁকে এক সপ্তাহ সময় দেওয়া হোক ।

যদিও সিবিআই অফিস থেকে বেরনোর সময় সিআইডি আধিকারিকরা বলেন, তাঁরা একটি মুখ বন্ধ খামে কাগজ জমা দিয়েছেন, তাতে কী আছে তা তাঁদের জানা নেই। যদিও আবেদনের কথা অস্বীকার করেছে সিবিআই। তাদের দাবি, এমন কোনও আবেদন তাঁরা পাননি।

Advertisement

কয়েক মাস আগেই কলকাতা পুলিশের কমিশনার পদে থাকাকালীন রাজীবের কুমারের আবাসনে সিবিআইয়ের চার আধিকারিক জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছলে তাদের জোর করে গাড়িতে তুলে সংলগ্ন পার্কস্ট্রিট থানায় নিয়ে যায় কলকাতা পুলিশ৷ এরপর নাটকের মতোই পরপর দৃশ্য আসতে থাকে মঞ্চে৷ সিবিআইয়ের ও কেন্দ্র সরকারের বিরোধিতা করে সেদিন রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন৷ সকালে সেখানে উপস্থিত হন রাজীব কুমারও৷ পরে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ প্রথম অবস্থায় সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে তখনই গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে৷ বর্তমানে রাজীব কুমারের উপর থেকে সেই রক্ষা কবচ তুলে নেয়৷ রাজীবের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারী করেছে সিবিআই৷

এদিকে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে , রাজীব কুমারের আবেদন সিবিআই অফিসার উধ্বর্তন কর্তপক্ষকে জানিয়েছেন । সিবিআই কর্তা যা বলবেন সেইভাবে কলকাতার সিবিআই অফিস কাজ করবে । তবে রাজীব কুমার এখন কলকাতায় আছেন না কলকাতার বাইরে আছেন তা নিয়ে ধন্দে রয়েছে সিবিআই । এদিকে সোমবার বারাসত আদালতে জামিনের আবেদন করতে পারেন রাজীব কুমার তা ভেবে বারাসত আদালতে সিবিআই আইনজীবী উপস্থিত ছিলেন সকাল থেকে । কিন্ত কোনো আবেদন সেখানে করা হয়নি ।

বিশেষ সূত্রে জানা গেছে , রাজীব কুমার এখন ছুটিতে উত্তরপ্রদেশের তাঁর নিজের বাড়িতে আছেন ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 7 =