কলকাতা 

বাংলার কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করতে সোনিয়া-রাহুল-প্রিয়াংকা আসছেন প্রচারে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপির মত কংগ্রেসও এই রাজ্যকে পাখির চোখ করেছে । রাজ্যের সাংগঠনিক অবস্থা যা তাতে করে কংগ্রেসের গড় ধরে রাখায় এখন কঠিন। তা সত্ত্বে এআইসিসি এই রাজ্যের প্রচারে পাঠাচ্ছেন এক ঝাঁক প্রভাবশালী নেতা-মন্ত্রীকে । জানা গেছে , সোনিয়া রাহুল, প্রিয়াংকার পাশাপাশি চার রাজ্যের কংগ্রেসী মুখ্যমন্ত্রী সহ ক্রিকেটার আজহার উদ্দিন , সিধু প্রমুখ নেতারা প্রচারে আসছেন।

কংগ্রেসের পক্ষে নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গে স্টার প্রচারকদের তালিকা পেশ করা হয়েছে। সেই তালিকায় প্রথম নামটি রয়েছে রাহুল গান্ধীর। এর পরে সনিয়া গান্ধী, মনমোহন সিংহ, প্রিয়াংকা গান্ধী সহ মোট চল্লিশ জন নেতার নাম। এই তালিকায় রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মধ্যপ্রদেশের কমল নাথ, ছত্তীসগঢ়ের ভুপেশ বাঘেল এবং পঞ্জাবের অমরিন্দর সিংহ। এ ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে, নবজ্যোৎ সিংহ সিধু, মহম্মদ আজহারউদ্দিন, সচিন পায়লট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ মত ৪০ জন।

Advertisement

সনিয়া ও প্রিয়াংকাকে প্রচারে নামানোর নেপথ্যে অন্য কৌশলও রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর যে রকম লোক টানার ক্ষমতা রয়েছে, সে ক্ষমতা অমিত শাহ-সহ অন্য কোনো বিজেপি নেতার নেই। ফলে মোদীকে একাই সারা দেশ চষে বেড়িয়ে দেড়শোর ওপর সভা করতে হবে।

অন্য দিকে সেই তুলনায় রাহুল, সনিয়া ও প্রিয়াংকা প্রত্যেকেরই ভিড় টানার ক্ষমতা রয়েছে। তিন জনের সঙ্গে পাল্লা দেওয়া মোদীর পক্ষে কঠিন হবে বই-কি। কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্য, উত্তরবঙ্গে তাঁদের মূল ঘাঁটি আরও শক্ত করা। এই কারণেই একাধিক হেভিওয়েট নেতাকে এনে প্রচারে ঝড় তুলতে চাইছে তারা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =