দেশ 

যোগীর রাজ্যে ও মোদীর নির্বাচনী ক্ষেত্রের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে দুস্কৃতির গুলি মৃত্য হল ছাত্রের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  আদিত্যনাথ যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তলানীতে গিয়ে ঠেকেছে । রাজ্য জুড়ে সাধারন মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । মেয়েদের নিরাপত্তা থেকে শুরু স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উদ্বেগের ।

বুধবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালিয়ের (বিএইচইউ) মতো ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভেতরেও চলল গুলি। সেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। এই ঘটনায় বারাণসী জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। লালবাহাদুর শাস্ত্রী হোস্টেলের বাইরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন স্নাতকোত্তরের ছাত্র গৌরব সিংহ। সেই সময়েই বাইকে করে অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতী গৌরবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে লুটিয়ে পড়েন গৌরভ। তাঁকে হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

 

এই ঘটনায় জড়িত সন্দেহে আপাতত চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বারাণসী ক্যান্টনমেন্ট থানার এক পুলিশ আধিকারিক। ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মত পুলিশের।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে । খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রের মধ্যে এক ঐতিহ্যা শালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে যদি গুলিতে ঝাঁঝরা হতে হয় দুস্কৃতিদের দ্বারা । তাহলে রাজ্যের অন্যপ্রান্তের সাধারণ নাগরিক নিরাপত্তা কোন তলানি ঠেকেছে তা আর বলার অপেক্ষা রাখে না ।

তবে বিএইচইউয়ের মতো ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা কী ভাবে গুলি চালাল, সেটাই ভেবে পাচ্ছেন না পড়ুয়ারা। ক্যাম্পাসের পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 6 =