দেশ 

উপস্থিত জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস ও আবেগের স্রোতে দেশে ফিরে এলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ; তিনদিনের উৎকন্ঠার অবসান হল

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের মাটিতে তিনদিন  আটক থাকার পর ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাত ৯.১৫ মিনিটে যুদ্ধবন্দি প্রত্যার্পণের সমস্ত আইন-কানুন মেনে তিনি ফিরে এলেন ভারতে। নিঃশর্তে ভারতের হাতে তুলে দেওয়ার বার্তা দেওয়া হলেও কাগজপত্র প্রস্তুত করে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখতে তাঁর সময় লেগে গেল অতিরিক্ত চার ঘণ্টা। বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ কাগজপত্র প্রস্তুত করে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়া হবে পাঁচ মিনিটের মধ্যে, পাকিস্তানের তরফে এই বার্তা দেওয়া হলেও তাঁকে দেশে ফেরাতে চলে যায় দীর্ঘ সময়। কেন তাঁকে দেশের মাটিতে আনতে লেগে গেল অতিরিক্ত সময়, তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে ইতিমধ্যে।

উইং কামান্ডার অভিনন্দন পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহোর হয়ে ওয়াঘা সীমান্তে পা রাখেন দুপুরেই। তারপর সমস্ত নিয়মেনে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

তখন ওয়াঘার এপারে মানুষের ভিড়। ভিড় জমেছে তাঁকে স্বাগত জানানোর জন্য। সীমান্তে উপস্থিত অজস্র মানুষ প্রহর গুনেছেন কখন আসবে মাহেন্দ্রক্ষণ। ভারতের বীর সেনানি ফিরবেন ঘরে। সম্মান প্রদর্শন করবেন তাঁরা। অবশেষে রাত ৯.১৫ মিনিটে ভারতের হাতে প্রত্যার্পণ করা হল। ঘরে ফিরলেন অভিনন্দন। বন্দেমাতরম স্লোগান আর জয়ধ্বনিতে ফেটে পড়ল ওয়াঘা সীমান্ত।

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four − four =