কলকাতা 

তৃণমূল বিরোধিতা থেকে কোনোভাবেই সরে আসবে না প্রদেশ কংগ্রেস : সোমেন মিত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ধরনা মঞ্চে মমতা ও রাহুলের উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ” যেখানে জাতীয় প্লাটফর্ম আছে। সেখানে জাতীয় নেতাদের যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেই কারণেই রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালের ধরনা মঞ্চে গেছেন। রাহুল গান্ধীর এই উপস্থিতিকে বাঁকা চোখে দেখার কিছু নেই। তৃণমূলের জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ আগেও যেমন ছিল ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবে।

কোনও পরিস্থিতিতেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা বা জোটের কোনও প্রশ্নই নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনওরকম ভাবেই আপস করা হবে না। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের যেমন প্রতিবাদী রণকৌশল ছিল তেমনই আগামী দিনেও তৃণমূলের বিরোধীতাই করবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ