কলকাতা 

শিলিগুড়ি পুরসভাকে সহযোগিতা করছে না রাজ্য এই অভিযোগে ধরনায় বসতে চলেছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য রাজ্য সরকারের অসহযোগিতার বিরুদ্ধে মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন বলে জানিয়ে দিয়েছেন ।

সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, ” কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে বিভিন্ন রাজ্যে হস্তক্ষেপ করছে। তারই প্রতিবাদে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ধরনায় বসেছেন। সেখানে রাহুল গান্ধী উপস্থিত হয়েছেন। অন্ধ্রপ্রদেশের প্রতি বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে চন্দ্রবাবু নাইডু যা করেছেন তা সমর্থন যোগ্য। দিল্লির ধরনা কোনও পুলিশ কমিশনারকে বাঁচাবার জন্য নয়।”

Advertisement

তিনি আরও বলেন, ” শিলিগুড়ি পৌরনিগমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করছেন। যে কোন রকম উন্নয়নের কাজে বিভিন্ন রকম আর্থিক সাহায্য আটকে দেওয়া হচ্ছে।”  এর প্রতিবাদে এই মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতেই ধরনায় বসতে চলেছেন অশোক ভট্টাচার্য। রাজধানীর মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন তিনি। পুলিশ প্রশাসনের তরফে পক্ষ থেকে তাঁকে যদি ধরনায় বসতে আটকানো হয় তাহলে অন্য ধরনের রণকৌশল নেওয়া হবে বলে জানান অশোকবাবু। মুখ্যমন্ত্রীও নাগরিক, তিনিও নাগরিক, অতএব দুজনেরই সমান অধিকার থাকা উচিত বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + 6 =