স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের সংস্থাপক যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের দিব্যজীবন ও কর্মপ্রেরণাকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির এক অভিনব সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেছে ।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে উদ্বোধন করা হল দুটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম “প্রণবাঞ্জলি” অ্যাপ এবং “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেল ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ । তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “স্বামী প্রণবানন্দজী মহারাজ সমাজের সর্বস্তরে সমানভাবে সমাদৃত । তাঁর কর্ম ও চিন্তাধারাই মানবকল্যাণের পথ দেখায় । এই সঙ্গীত সংকলন ভক্তকুল ও সাধারণ মানুষের মনে আধ্যাত্মিক চেতনা ও কর্মপ্রেরণার নবজাগরণ ঘটাবে ।”
এই উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রথম সঙ্গীত সংকলনের ১০টি বাংলা ও ১টি হিন্দি গান। সম্পূর্ণ সংকলনে থাকবে মোট ২০টি বাংলা ও ২০টি হিন্দি গান । গানগুলির রচনা করেছেন অনুভব হাজরা ও আচার্য্য সঞ্জয় চক্রবর্তী । সুর সংযোজনও করেছেন আচার্য্য সঞ্জয় চক্রবর্তী । প্রথম পর্বে কণ্ঠ দিয়েছেন আচার্য্য সঞ্জয় চক্রবর্তী, রেশমী চক্রবর্তী, প্রাঞ্জল বিশ্বাস, বিশাখ জ্যোতি, সৌরিক, অয়েন্তিকা, সৌপ্তিক প্রমুখ শিল্পীরা । পরবর্তী সংকলনে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী কিঞ্জল চ্যাটার্জী, সৃজন চ্যাটার্জী, নির্মাল্য রায়, অঙ্কন ও অঙ্কিতা ।
সংকলনের বিশেষ আকর্ষণ “সঙ্ঘবাণী”, “সাধন সিদ্ধবাণী” এবং “হিন্দু মিলন মন্দির পাঁচালি”-র মতো আধ্যাত্মিক ভাবসম্পন্ন গান, যা স্বামী প্রণবানন্দজীর ভাবধারার সঙ্গে শ্রোতাদের একাত্ম করবে ।
আয়োজক মণ্ডলীর বক্তব্য, “আমাদের লক্ষ্য আগামী দিনে স্বামী প্রণবানন্দজী মহারাজের দিব্য ভাবনা, কর্মনীতি ও মানবকল্যাণের বার্তা প্রযুক্তির মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।”
উদ্দেশ্য হল সঙ্গীত, সংস্কৃতি ও সেবার মাধ্যমে আধ্যাত্মিক চেতনা বিস্তার এই সাংস্কৃতিক প্রয়াসের মাধ্যমে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনদর্শন, কর্মনীতি ও মানবসেবার আদর্শ আগামী প্রজন্মের হৃদয়ে নতুন প্রেরণা জাগাবে বলে আয়োজকরা আশাবাদী ।

