মেরিটকেয়ার মিশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বারাগোহাল গ্রামে মেরিটকেয়ার মিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ১২ অক্টোবর, রবিবার আয়োজিত এই শিবিরটি ছিল মিশনের দশম বর্ষের জনসেবামূলক উদ্যোগ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আয়োজিত এই শিবিরে প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে তাঁদের চক্ষু পরীক্ষার সুযোগ পেলেন।
গ্রামীণ এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়াই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে, শিবিরে অংশগ্রহণকারী সকল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং স্বল্প মূল্যে চশমা প্রদান করা হয়।

এই সেবামূলক শিবিরে রোগীদের চিকিৎসা প্রদান করেন হাওড়া জেলার কৃতি সন্তান ও স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডা. সেখ নজরুল ইসলাম। বর্তমানে তিনি মালদা জেলার রতুয়া হাসপাতালে কর্মরত আছেন। তাঁর মতো অভিজ্ঞ চিকিৎসকের হাতে চিকিৎসা পরিষেবা পেয়ে গ্রামবাসীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিটকেয়ার মিশনের সভাপতি মুবাইদুল ইসলাম মোল্লা, সম্পাদক এম এম আব্দুর রহমান এবং মিশনের শুভাকাঙ্ক্ষী অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কাজ নিরন্তর চালিয়ে যাওয়া হবে।
মেরিটকেয়ার মিশনের এই উদ্যোগটি স্থানীয় মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে এবং এলাকার বহু মানুষ এর দ্বারা উপকৃত হয়েছেন। এই জনকল্যাণমূলক কাজে সহযোগী সংস্থা বারাগোহাল নজরুল পাঠচক্রের সদস্যরা সার্বিক সহায়তা করেছেন।

