কলকাতা 

শিক্ষাবন্ধুদের বেতন বাড়ল রাজ্য সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চুক্তিভিত্তিক কর্মচারীদের পর এবার বাড়ল শিক্ষাবন্ধুদের বেতন। বাড়ল বিভিন্ন প্রকল্পে কাজ করা কর্মচারীদের বেতনও। শিক্ষাবন্ধুদের বেতন ৫,৯৯৪ টাকা থেকে বাড়িয়ে ৮,৩৯২ টাকা করা হল। এর সঙ্গে সর্বশিক্ষা মিশনের বিভিন্ন প্রকল্পে কাজ করা কর্মচারীদের বেতন প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থবাবু বলেন, “সম্প্রতি মুখ্যমন্ত্রী অ-শিক্ষক ও চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বেতন বৃদ্ধি করেছেন। এবার যাঁরা শিক্ষাবন্ধু আছেন এবং যাঁরা সর্বশিক্ষা মিশনের অফিসে প্রোজেক্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তাঁদের বেতন বৃদ্ধি করা হল। শিক্ষাবন্ধুদের বেতন ৫,৯৯৪ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৮,৩৯২ টাকা। আর প্রোজেক্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্তদের বেতন প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।”

Advertisement

শিক্ষামন্ত্রী আরও বলেন, “এর আগে আমরা সর্বশিক্ষা মিশনের অধীনে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ৫১,৫৮৩ জন পার্শ্ব শিক্ষকের বেতন বৃদ্ধি করেছি। এছাড়া, স্পেশাল এডুকেটর ও চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতনও বৃদ্ধি করা হয়েছে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 − one =