কলকাতা 

পাশ-ফেল নিয়ে রাজ্যের সিদ্ধান্ত কার্যকর হবে ২০২০ শিক্ষাবর্ষে : পার্থ চট্টোপাধ্যায়

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাস-ফেল নিয়ে রাজ্য সরকার আগামী ২০২০ সালে সিদ্ধান্ত নিতে পারে বলে আজ সাংবাদিকদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন । এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, এ নিয়ে সরকার কোনও ভাবনাচিন্তা করেনি। কারণ, এখন পাস-ফেল নিয়ে কোনও সিদ্ধান্ত নিলেও তা কার্যকর করা যাবে না। ২০২০ সাল থেকে তা কার্যকর করা সম্ভব হবে। রাজ্য সরকার পাস-ফেল প্রথার পক্ষে আজ আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা তো পাস-ফেল প্রথার বিরুদ্ধে নয়। তবে, আমরা যেটা চাই, যারা যোগ্য বলে বিবেচিত হবে না তারা যেন স্কুল থেকে না চলে যায়। তাদের জন্য স্পেশাল বা অতিরিক্ত ক্লাসের সুযোগ যেন থাকে। যতদূর শুনেছি, ওরা আমাদের এই প্রস্তাবটা মেনেছে। আমরাও কম্প্রিহেনসিভ রিপোর্টের ব্যাপারে কঠোর। টিচারকে সাক্ষর করতে হবে, প্রধান শিক্ষককে সাক্ষর করতে হবে এবং অভিভাবককেও সাক্ষর করতে হবে।” ইতিমধ্যে সেই টিচার ডায়েরি ছাপানো হয়ে গেছে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী। পঞ্চম শ্রেণির প্রাথমিকে অন্তর্ভুক্ত করার বিষয়েও বলেন তিনি। জানান, এটা করার জন্য বিভিন্ন দিক বিবেচনা করা হচ্ছে। ২০২০ সালের জানুয়ারি মাসে এটা চালু করা যেতে পারে।

Advertisement

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 3 =