কলকাতা 

মমতার ডাকা ব্রিগেডে যোগ দেবে না বামেরা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি বিরোধী মহাজোট গঠনের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড সমাবেশ ডেকেছেন । আগামী ১৯ জানুয়ারি সেই সমাবেশে দেশের সব বিরোধী দলের নেতাদের তিনি নিজে আমন্ত্রণ করেছেন । সেই আমন্ত্রন তালিকায় ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী, সিপিএমের পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন এবং সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের নেতারা জানা গেছে বাম দলগুলির  কেউই আমন্ত্রণ রক্ষা করবে না বলে জানিয়ে দিয়েছে ।

যদিও মমতার ব্রিগেডের দিনই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দাড়িভিটে যাবেন সভা করতে। মমতা অবশ্য বলেছেন, ‘‘আমরা সকলকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। কেউ কোনও রাজনৈতিক কারণে না-ই আসতে পারে, সেই মতকে আমরা সম্মান করি।’’

Advertisement

বামেদের বিজেপি বিরোধী সমাবেশে যোগ না দেওয়াটাকে তৃণমূল কংগ্রেস ভালো চোখে দেখছে না । তারা মনে করছে বিরোধীদের এই অনৈক্যের সুযোগ নেবে বিজেপি । অন্যদিকে বামেরা আগামী ৩ ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ ডেকেছে সেখানে অবশ্য তৃণমূল বাদে বিজেপি বিরোধী প্রথম সারির রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রন জানিয়েছে বামেরা । সেই সমাবেশে রাহুল গান্ধী আসেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − ten =