কলকাতা 

মমতার ডাকা ব্রিগেডে আসছেন না সোনিয়া-রাহুল ; কংগ্রেসের প্রতিনিধি মল্লিকার্জুনকে স্বাগত জানাতে প্রস্তুত সোমেন মিত্রও

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী আসছেন না । তবে বিজেপি বিরোধী এই বিশাল সমাবেশে কংগ্রেস তার দূত হিসাবে পাঠাচ্ছেন লোকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে । একথা স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সাংবাদিকদের জানিয়েছিলেন । বাংলার জনরব আগেই জানিয়েছিল , ব্রিগেড সমাবেশে কংগ্রেস দল কাকে পাঠাবেন তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে জানতে চেয়েছিলেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । বিভিন্ন সংবাদ মা্ধ্যম সূত্রে খবর পাওয়া গেছে যে ব্রিগেড সমাবেশে যেন কংগ্রেস সভাপতি কিংবা সোনিয়া গান্ধী না আসেন সে বিষয়ে প্রদেশ নেতারা নাকি রাহুল গান্ধী অনুরোধ করেছিলেন ।

 

তাই মমতার ডাকা বিশাল সমাবেশে রাহুল গান্ধী কিংবা সোনিয়ার না আসার সিদ্ধান্তে প্রদেশ কংগ্রেস নেতারা নিজেদের জয় দেখলেও , বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ কেউ খোলেননি । এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে বাংলার জনরব-এর প্রতিনিধি প্রশ্ন করলে তিনি বলেন , আমরা ওই সমাবেশে সোনিয়া কিংবা রাহুল গান্ধীকে না আসার কোনো অনুরোধ করিনি । এআইসিসি-র সভাপতি যেটা ভাল মনে করেছেন আমরা সেটাকেই স্বাগত জানাচ্ছি । মল্লিকার্জুন খাড়গে কিংবা এআইসিসি-র প্রতিনিধি হিসাবে যেই আসুক না কেন তাকে আমরা স্বাগত জানতে প্রস্তুত ।

Advertisement

ব্রিগেডে এসে তিনি কী বলবেন, সে ব্যাপারে প্রদেশ কংগ্রেসের কাছেই মতামত চেয়েছে এআইসিসি।  এআইসিসি-র তরফে বলা হয়েছে, তৃণমূলের মঞ্চে এসে কংগ্রেস জাতীয় পরিস্থিতিতে বিজেপি-বিরোধিতার কথাই বলবে। নানা উদাহরণ দিয়ে ‘চৌকিদার চোর হ্যায়’-এর অভিযোগ তোলা হবে। বলা হবে, নরেন্দ্র মোদীর জমানায় দেশের সাংবিধানিক কাঠামোই বিপন্ন। এই ধরনের বক্তব্যই পেশ করবেন কংগ্রেস প্রতিনিধি ব্রিগেড সভায় বলে জানা গেছে ।

প্রদেশ কংগ্রেস নেতারা অবশ্য বলছেন , জাতীয় দল হিসাবে সর্বভারতীয় রাজনীতির বাধ্যবাধকতায় বিজেপি বিরোধী মঞ্চে কংগ্রেস প্রতিনিধি পাঠাচ্ছে । তবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে , সোনিয়া গান্ধীর নাম নিলেও রাহুলের নাম না নেওয়ায় প্রদেশ কংগ্রেসের নেতারা উস্মা প্রকাশ করেছেন ।


শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seven + nine =