কলকাতা দেশ 

উত্তম ব্রজবাসীকে নাগরিকত্ব প্রমাণের নোটিশ, কয়েক কোটি বাঙালিকে বেনাগরিক করার ষড়যন্ত্রের অংশ: হাকিকুল ইসলাম

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠির বাসিন্দা বছর পঞ্চাশের উত্তম ব্রজবাসীকে অসম ফরেনারস ট্রাইব্যুনাল আদালতের পক্ষ থেকে নাগরিকত্ব প্রমাণের নোটিশ পাঠানো হয়েছে। জানানো হয়েছে, তিনি ১৫ জুলাইয়ের মধ্যে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি জমা না দিলে তাকে “অনুপ্রবেশকারী” হিসেবে গণ্য করা হবে। অথচ, উত্তম ব্রজবাসী জন্মসূত্রে পশ্চিমবঙ্গেরই নাগরিক এবং কখনও অসমে পা রাখেননি বলেই জানিয়েছেন। এই ঘটনায় আমরা চরম উদ্বেগ প্রকাশ করছি।

আমরা মনে করে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত কয়েক বছরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে ওড়িশা, মহারাষ্ট্র, অসম ও অন্যান্য রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী সন্দেহে আটক, হেনস্থা এবং জোর করে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এ এক সুপরিকল্পিত চক্রান্ত। এর মূল উদ্দেশ্য— কয়েক কোটি বাঙালির নাগরিকত্ব প্রশ্নের আওতায় এনে তাদের অধিকার কেড়ে নেওয়া।

Advertisement

আমরা মনে করি, বিজেপি সরকার ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) কে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। সেই লক্ষ্যেই বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চলছে। শুধু মুসলিম নয়, হিন্দু বাঙালিদেরও টার্গেট করা হচ্ছে। আজ উত্তম ব্রজবাসীর মতো একজন হিন্দু নাগরিকও সেই ষড়যন্ত্রের শিকার।

আমরা দাবি জানাচ্ছি—

1. উত্তম ব্রজবাসীর বিরুদ্ধে অসম ফরেনারস ট্রাইব্যুনালে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

2. কোচবিহার জেলার প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নাগরিক অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে হবে।

3. অসম ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে যারা অনৈতিকভাবে নাগরিকত্ব প্রমাণের নামে হয়রানির শিকার হচ্ছেন, তাঁদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

4 – নাগরিকত্ব যাচাই এর অজুহাতে বিজেপি যেই ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে রাজ্য সরকারকে বড় ভূমিকা নিতে হবে।

5 – CAA বাতিল করতে তৃণমূল সহ বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল ও রাজ্য সরকারকে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।

বিজেপির এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যের সমস্ত বাঙালিকে একজোট হওয়ার আহবান জানাচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ