বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর ছাত্র-ছাত্রীরা দুর্দান্ত রেজাল্ট করল ট্যালেন্ট সার্চ পরীক্ষায়
বিশেষ প্রতিনিধি : সম্প্রতি উত্তর ২৪ পরগনার বেঙ্গল মডেল চাইল্ড ইন্সটিটিউট এর খুদে পড়ুয়ারা এক ট্যালেন্ট সার্চ পরীক্ষায় দুর্দান্ত সফলতা বয়ে এনে দিয়েছে। পড়াশোনার সাথে সাথে সহ-পাঠক্রমিক এই ধরনের কার্যক্রমে খুদে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল অংশগ্রহণে সকলে আনন্দিত ও তৃপ্ত। সকল কৃতীদের হাতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা সহ শুভানুধ্যায়ীগণ।
রাজ্যজুড়ে ৩২৮টি সেন্টারে ৭১,৩১২ জন পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় বসে।

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট এর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা হল মুসকান সুলতানা,সেখ সাকিব আহমেদ, সেখ মেহেরাব হোসেন, তানিয়া পারভীন, সুরাইয়া তাসমিন, আরাফাত দপ্তরী, মাসুদ মোল্লা, মাহির ফারহান, জুনাইদ হোসেন, নুসরাত খাতুন, সাকিব ইসলাম, আরিয়ান মণ্ডল, সাকিল মন্ডল, তানিয়া পারভীন, সেখ সাবিব আহমেদ, নাসরিন পারভীন, বিলকিস খাতুন, রাইহান মন্ডল, আলিয়া নাজনীন ও জারিন সুলতানা। বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট এর প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা, শিক্ষিকা নারগিস সুলতানা, তাসমিরা খাতুন,নারগিস নাহার সুলতানা, রুপা খাতুন, ও সারজিনা বেগম কেক,বিস্কুট,
চকলেট ও বেলুনের প্যাকেট ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এর দক্ষিণ বঙ্গের কনভেনর বিমল সিংহ রায় ও বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট এর সম্পাদক সেখ আহসান আলি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।