কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে সোমবার থেকে দুর্যোগের দাপট কিছুটা কমবে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমানে। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।

Advertisement

মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বর্ষার দাপট আবার বাড়তে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এ ছাড়া, বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার।

রবিবার সকাল থেকেই কলকাতার অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা। বৃষ্টির কারণে তাপমাত্রা কম আছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ