কলকাতা 

মদের আসরে অশান্তি মারধোর মৃত যুবক, ধৃত দুই

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মদের আসরে অশান্তি করে বাবাকে ডেকে এনে বন্ধুকে মার যুবকের। হাসপাতালে নিয়ে গেলে আহত যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বছর চব্বিশের দুই যুবক, বাপি অধিকারী এবং কৃষ্ণ জানা একটি জায়গায় বসে মদ্যপান করেন। আসর থেকে ওঠার সময় দু’জনের মধ্যে টাকা নিয়ে অশান্তি বাধে। বাগ্‌বিতণ্ডা কিছু ক্ষণের মধ্যে হাতাহাতির চেহারা নেয়। ওই সময় কৃষ্ণ তাঁর বাবা দীপু জানাকে ডেকে আনেন। এর পর বাবা-ছেলে মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

Advertisement

কিছু ক্ষণের মধ্যে রক্তাক্ত হন বাপি। শরীরের বেশ কিছু জায়গায় গুরুতর চোট লাগে তাঁর। স্থানীয়েরা তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, মৃত্যু হয়েছে ওই যুবকের। ওই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। অভিযুক্ত দু’জনকেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, খুনের তথ্যপ্রমাণ জোগাড়ের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ঘটনাস্থলের ভিডিয়োগ্রাফি করা হয়েছে। অন্য দিকে, এই খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ