রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন
বাংলার জনরব ডেস্ক : রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে গেলেন তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওই মর্মে মামলা করেছেন তিনি। তার ফাঁকেই বলেছেন, ‘‘যা হয়েছে তা আমি মুখ বুজে মেনে নেব না।’’
শান্তনু কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদও বটে। আবার প্রায় এক বছর তিনি প্রাক্তন তৃণমূল নেতা। কারণ, আরজি কর পর্বে দল তাঁকে নিলম্বিত (সাসপেন্ড) করেছিল। শান্তনুর পরিচয়ের পাশে সবেতেই যখন ‘প্রাক্তন’ যুক্ত করতে হচ্ছিল, তখন ‘বর্তমান’ বলতে ছিল শুধু তাঁর ‘ডাক্তার’ পরিচয়। বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তে সেটিও খুইয়েছেন তিনি। আপাতত তিনি ‘প্রাক্তন চিকিৎসক’।

চিকিৎসক হিসাবে তাঁর রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে শান্তনু বলেন, ‘‘আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায়, তা হলে আমি চুপ করে বসে থাকব না কি?’’ কী করবেন? শান্তনুর জবাব, ‘‘আমি আইনি পরামর্শ নেব এবং জিতব।’’ সেইমতোই তিনি বৃহস্পতিবার হাই কোর্টে আবেদন জানিয়েছেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত ঘোষণার পরে তাঁর সঙ্গে কি দলের কারও সঙ্গে কথা হয়েছে? শান্তনু বলেন, ‘‘এটা দল আর আমার ব্যাপার। এ নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলব না।’’