বাংলা আকাদেমি সভাঘরে প্রকাশিত হলো পূর্ণাঙ্গ লেখক অভিধান
সংবাদদাতা বাংলার জনরব : গত ২রা জুলাই ২০২৫ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে ইদানীং নাট্যগোষ্ঠী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকাশিত হলো উত্তর কলকাতা বাংলা চর্চা কেন্দ্রের পূর্ণাঙ্গ লেখক অভিধান-২০২৫। চর্চা কেন্দ্রের তরফে জয়ন্ত রসিক, কিংশুক ভট্টাচার্য, সেখ আব্দুল মান্নান, মানিক দে, বদরুদ্দোজা হারুন, সবিতা বেগম ও শান্তিদেব ভট্টাচার্য্যের সম্পাদনায় কাঙ্খিত লেখক অভিধানটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রথীন কর-আই.এ.এস., দেব নারায়ন দাস-সম্পাদক উল্টোরথ, চিন্ময় কুয়ার দাস-সম্পাদক দৈনিক যুগশঙ্খ, কিংশুক ভট্টাচার্য – সম্পাদক দৈনিক সবার খবর ও আবুল বাসার-সাহিত্যিক। আকর্ষণীয় প্রকাশ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও ইদানীং নাট্যগোষ্ঠীর সভাপতি সবিতা বেগম।
আলোচনা, গান, স্বরচিত কবিতা, আবৃত্তি দিয়ে সাজানো লেখক অভিধান প্রকাশ অনুষ্ঠানের সূচনায় দুটি উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীবৃন্দ। নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক রচিত, সুরারোপিত গান দুটি পরিবেশনের পর স্বাগত ভাষণ প্রদান করেন তিনি। মঞ্চাসীন অতিথি এবং উল্লিখিত সম্পাদকমণ্ডলী সমবেতভাবে উক্ত অভিধানটির মোড়ক উন্মোচনের পর ১৬০ পৃষ্ঠায় যে সমস্ত লেখক, শিল্পী, সাহিত্যিকেদের পরিচিতি সবিস্তারে সংকলিত হয়েছে তাঁদের একে একে মঞ্চে ডেকে একটি করে অভিধানগ্রন্থ তুলে দেওয়া হয়। আয়োজকরা অভিনব উপায়ে উক্ত গ্রন্থ প্রাপক সহ উপস্থিত সংস্কৃতি মনোস্ক দর্শক শ্রোতাদেরও একটি করে কবিতা,গান কিম্বা আবৃত্তি পরিবেশনের বন্দ্যোব্যস্ত করেছিলেন।

অভিধান গ্রন্থটির প্রকাশের পর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করে শোনান সবিতা বেগম। অনুষ্ঠানের বিষয়ের সাথে সাযুজ্য রেখে মঞ্চাসীন অতিথিদের বক্তব্য অনুষ্ঠানকে সমৃদ্ধ করে । মঞ্চাসীন অতিথিদের হাত থেকে প্রচ্ছদ শিল্পী বিনয় ভড়ের নান্দনিক প্রচ্ছদে মোড়া সদ্য প্রকাশিত লেখক অভিধান গ্রহণের সাথে সাথে একটি করে গান, স্বরচিত কবিতা কিম্বা আবৃত্তি পরিবেশন করে যে সব শিল্পী,সাহিত্যিক, বাচিক শিল্পী আকাদেমি সভাঘরে উপস্থিত কানায় কানায় পূর্ণ দর্শক-শ্রোতাদের মনোরঞ্জন করেন তাঁরা হলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, চন্দনা ঘাঁটি, আলমগীর রাহমান, অসীম চৌধুরী, আলী সোহরাব(বাংলাদেশ), আনোয়ার হোসেন, কাশীনাথ বান্দার, গৌতম কুমার মন্ডল, গৌতম বালা, সুভাষ চন্দ্র ঘোষ, সুকুমার দাস (বাচ্চু) (বাংলাদেশ), সুজাউদ্দিন মন্ডল (বাংলাদেশ), আরতি দে, মুন্সী হাফিজুর রহমান, মহ: মফিজুল ইসলাম, বাবুলাল সোরেন, ফিরদৌস হোসেন, শর্মিষ্ঠা মাজি, বিধান সাহা, কৃষ্ণা গুহ, জহানারা রহমান,দীপক কুমার মৃধা, সৈয়দ হাসনা, নিতাই মৃধা, আশীষ হাজরা, তনুশ্রী দে, কামাক্ষ্যা রঞ্জন দাস, আশিস গিরি, স্বপ্না দাঁ, নন্দীতা চক্রবর্তী, চন্দ্রানী কর্মকার, পাপিয়া গুপ্ত সমাদ্দার, স্নিগ্ধা সাহা, সুতপা মুখার্জী, বেবী দাস প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সাইফুল্লা- অধ্যাপক আলিয়া বিশ্ববিদ্যালয়, সুজিত কুমার দাস (স্পেশাল জজ), বিশিষ্ট ভাষাবিদ বদরুদ্দোজা হারুন, ঔপন্যাসিক জারিফুল হক, প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ রেজাউল করিম, সাহিত্যিক সামসুল হুদা আনার, সুবীর দে (অবসরপ্রাপ্ত অধ্যাপক), দৈনিক যুগশঙ্খের সাব এডিটর অনুশ্রী সাহা, সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক সাকিল আহমেদ ও সাহাদাত আলি সেখ এবং আরও অনেকে।
এদিনের প্রাণবন্ত সমগ্র অনুষ্ঠানটির সুচারুরূপে সঞ্চালনা করেন নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক। অতিথি বরণ ও অনুষ্ঠানে সর্বাঙ্গীন সহযোগিতায় ছিলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক সেখ আব্দুল মান্নান। সুপরিচিত কবি ও ‘চোখ’ পত্রিকার সম্পাদক মানিক দে’র সমাপনী ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
_____________________________________