কলকাতা 

দলিত-মুসলিম ও আদিবাসি নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠল কলকাতা

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বিভিন্নপ্রান্তে দলিত, আদিবাসি, মুসলিমদের উপর নির্যাতন ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে সরব হল এই সব সম্প্রদায়ের মানুষজন। শনিবার দুপুরে কলকাতায় এই দাবিকে সামনে রেখেই এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সামিল হয় কয়েক হাজার মানুষ।

এদিন দুপুরে শিয়ালদা ও হাওড়া স্টেশনের দিক থেকে পৃথক দুটি মিছিল ধর্মতলায় এসে পৌঁছায়। এর পর তা রেড রোড পর্যন্ত যায়। মিছিলে সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ। মিছিল থেকে দলিত-মুসলিমদের সাংবিধানিক অধিকার রক্ষার ও নির্যাতন বন্ধ করার দাবি তোলেন বিশিষ্টরা। মিছিলে উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, জামাআত নেতা মুহাম্মদ নূরউদ্দিন, অধ্যাপক আফসার আলি সহ বিশিষ্ট ব্যক্তিরা।  দলিত, মুসলিম ও আদিবাসীদের অধিকার রক্ষার পাশাপাশি রাজ্যে সম্প্রীতি বজায় রাখারও দাবি জানান তাঁরা।

Advertisement

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − nine =