কলকাতা 

সারা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সারা সপ্তাহ জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোত্তই বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগের জন্য বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। সোমবার মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণের সব জেলাতেই সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

মঙ্গল এবং বুধবারও ঝড়বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই দিন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ঝড়বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত।

কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ থাকবে মেঘলা। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে ঝড়। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই পাঁচ জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) জন্য জারি কমলা সতর্কতা। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ