কলকাতা 

SSC Case : চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের আপাতত কোন ভাতা দেওয়া যাবে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি-হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে বিশেষ ভাতা ঘোষণা করেছিলেন তা দিতে নিষেধ করল কলকাতা হাইকোর্ট। কোন ভাতা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত । সোমবার বিচারপতি অমৃতা সিনহা চাকরি-হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার সেই মামলার শুনানিতে বলেন,”সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য সব সংস্থা। কোন ক্ষমতা বলে নতুন স্কিম আনা হচ্ছে? এত তাড়াহুড়োই বা কীসের?”

২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নামেন গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীরাও। যার প্রেক্ষিতে শিক্ষাকর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ-সহ একাধিক সরকারি আমলা। সেই বৈঠকেই ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় চাকরিহারাদের।

Advertisement

তখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবে রাজ্য। গ্রুপ সি ও ডি কর্মীদের রাজ্য সরকার প্রতি মাসে যথাক্রমে ২৫ হাজার টাকা এবং ২০ হাজার টাকা দেবে বলে জানায়। বলে, আদালতে চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেবে রাজ্য। পরে রাজ্যের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। সেই মতোই প্রথম মাসের টাকাও পেয়েছেন শিক্ষাকর্মীরা।

এর পরই রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এদিন শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করার পরেও কী ভাবে কর্মীদের পাশে দাঁড়ানোর নাম করে রাজকোষের টাকা ব্যয় করা হচ্ছে, তা নিয়ে সওয়াল করেন বিকাশ। বেলা দুটো নাগাদ ফের এই মামলা শোনেন বিচারপতি অমৃতা সিনহা। সবটা শুনে আপাতত ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ