Bengal Weather Update:বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস
বাংলার জনরব ডেস্ক : বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও শুকনো আবহাওয়া থাকবে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে আবার। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো কিছু জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এই জেলাগুলিতে দু’দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কমবেশি দক্ষিণের সব জেলাতেই। তবে আর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমবার দক্ষিণ ২৪ পরগনায় গরমের অস্বস্তি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
খাতায়কলমে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। সারা সপ্তাহ জুড়েই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা উত্তরবঙ্গের জন্য আর জারি করেনি হাওয়া অফিস। উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবে না।